ভাঙ্গায় ট্রাকের সাথে ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা ফ্লাইওভার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম সোহেল বিশ্বাস (৩৫)। তিনি পাশের সদরপুর উপজেলার সাড়ে সাতরশি গ্রামের বাসিন্দা আলমগীর বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ। তিনি জানান, সকালে সোহেল বিশ্বাস নিজ মোটরসাইকেলে করে ভাঙ্গা থেকে সদরপুরের নিজ বাড়িতে যাচ্ছিলেন। ভাঙ্গা ফ্লাইওভার সংলগ্ন প্রাণিসম্পদ অফিসের সামনে এলে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছনের দিক থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সোহেল বিশ্বাস। ওসি হামিদ উদ্দিন আহমেদ আরও বলেন, হাইওয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিহতের পরিবারের সদস্যদের আবেদনে বিনা ময়না তদন্তে হস্তান্তর করে।
বিডি-প্রতিদিন/শফিক