রাঙামাটির বরকলে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে একজনকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার সুবলং ইউনিয়নের শিলছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম লক্ষ্মী চন্দ্র চাকমা (৫০)। এ ঘটনায় ওই এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলছড়ি এলাকায় ভোর রাতে ১০/১২ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল সাবেক ইউপিডিএফ কর্মী লক্ষ্মী চন্দ্র চাকমার বাড়িতে হানা দেয়। এসময় তিনি নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। ঘর থেকে ডেকে বের করে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে ব্রাশ ফায়ার করে। পরে মৃত্যু নিশ্চিত হওয়ার পর সশস্ত্র সন্ত্রাসীরা জঙ্গলে পালিয়ে যায়।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, লাশ উদ্ধার করতে পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়েও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এমআই