ফেনীর মাহিপাল থেকে ১৫ লাখ টাকা মূল্যের শত কেজি গাঁজাসহ গতকাল রাত দেড়টার দিকে দুইজনকে আটক করেছে র্যাব।
র্যাব -৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় চেক পোস্ট বসায় তারা। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাকসহ ২ ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫ টি পাটের বস্তায় মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
তিনি জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার ডলুয়াবাড়ি এলাকার গাজীউর রহমানের ছেলো মো: মিন্টু প্রকাশ ভুট্টু (৩৫) এবং পটুয়াখালী জেলার মহিপুর থানার তারিকাটা এলাকার মধু হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার(৩১)।
অধিনায়ক জাবের ইমরান জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা মাদকদ্রব্য গাঁজাগুলো কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে পরবর্তীতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করেন। পরে গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামালসহ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন