শিরোনাম
- ওমানকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রাখলো আরব আমিরাত
- গোড়ালির চোটে ছিটকে গেলেন এমবাপে
- ঝিনাইদহে বিএনপির উদ্যোগে পূজা পুনর্মিলনী
- আন্দোলনের মুখে র্যাগিংয়ে অভিযুক্ত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল
- সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের টার্গেট ১৯১ রান
- রবিবার রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- ‘নির্বাচনে কোন দল এলো, না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়’
- জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের তারিখ পরিবর্তন
- করতোয়া নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
- ‘বিএনপি ক্ষমতায় এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে’
- পিআর পদ্ধতি সাধারণ জনগণের উপকারে আসবে না : মঈন খান
- সপ্তম জাতীয় মানবসম্পদ সম্মেলন ৫ ডিসেম্বর
- নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে: ফখরুল
- রেললাইন, মেডিকেল কলেজ ও নদী সংস্কারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
- শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী
- চিরনিদ্রায় শায়িত সৈয়দ মনজুরুল ইসলাম
- ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে
- চাকসুতে ভোট দিতে পর্যাপ্ত সময় পাবেন ভোটাররা, বহিরাগত প্রবেশে কঠোরতা
- ‘জিয়া ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলের পুনর্জাগরণ ঘটবে’
- পাঁচ বছরে এলপিজির চাহিদা বেড়ে দাঁড়াবে আড়াই মিলিয়ন টন
বগুড়ায় অতিরিক্ত বাস ভাড়া নেওয়ায় জরিমানা, প্রতিবাদে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
অনলাইন ভার্সন

বগুড়া ঠনঠনিয়া বাস টার্মিনালে আন্তঃজেলা বাস ভাড়ায় অতিরিক্ত টাকা নেয়ার দায়ে জরিমানা করে তোপের মুখে পড়ে যায় ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনার এক পর্যায়ে সড়ক অবরোধ করেন বাস কাউন্টারের বাস শ্রমিকরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঠনঠনিয়া আন্তঃজেলা বাস টার্মিনালে এসব ঘটনা ঘটে। পরে পৌনে ১টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় বাস মালিক-শ্রমিক নেতারা। এসময় বগুড়া-শেরপুর সড়কে যানবাহন আটকে পড়ে দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রীরা।
জানা যায়, বগুড়া থেকে ঢাকা রুটে নন এসি বাসের ভাড়া নির্ধারিত মূল্য ৪৫০ টাকার পরিবর্তে ভাড়া নেয়া হচ্ছে ৫৫০ টাকা। আবার ঢাকা থেকে ফিরতে ভাড়া নেওয়া হচ্ছে ৪৫০ টাকা করে। অভিযোগের ভিত্তিতে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর। অভিযোগের সত্যতা পেলে শ্যামলী পরিবহনের ম্যানেজার কামালকে ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া শাহ ফতেহ আলী ও একতা পরিবহনের টিকিট কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে বাস শ্রমিকরা বিক্ষুব্দ হয়ে উঠে ও একই সঙ্গে বাসস্ট্যান্ডের শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে শাহ ফতেহ আলী পরিবহনের ম্যানেজার মো. আজাদ জানান, ১৫ মে পর্যন্ত বগুড়া থেকে ঢাকার বাস ভাড়া ৫৫০ টাকা করে নেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক-শ্রমিক সংগঠন। তবে এসি গাড়িতে ভাড়া বেশি নেয়া হচ্ছে না। এ সময় তিনি আরও বলেন, ঢাকা থেকে গাড়িগুলো ফাঁকা আসছে। এখানে লোকসান হচ্ছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর জানান, অতিরিক্ত মূল্যের টিকিট পাওয়ায় শ্যামলী পরিবহনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। আর সব কাউন্টারকে সরকার নির্ধারিত মূল্য ৪৫০ টাকায় টিকিট বিক্রি করতে বলা হয়েছে। কারণ সরকারের অনুমতি ব্যতিরেকে বাস সংগঠন এককভাবে এমন সিদ্ধান্ত নিতে পারে না।
বগুড়া বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত অভিযানের আগে পরিবহন সংগঠনের কাউকে জানানো হয়নি। তারা এসে অযাচিতভাবে জরিমানা করেছেন। এই টাকা ফেরত দিতে হবে। নয়তো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। মালিক শ্রমিক সিদ্ধান্ত নিয়ে প্রতিবারের মতো এবারও টিকিটের দাম বাড়ানো হয়।
এদিকে, বগুড়া-শেরপুর সড়ক বাস দিয়ে অবরোধ কবরে রাখার পর জনদুর্ভোগ সৃষ্টি হলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ কর্মকর্তারা পৌঁছে যান। সেখানে সৃষ্ট ঘটনা নিয়ে কথা বলার পর পুলিশ কর্মকর্তারা সঠিক বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলে বাস শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে অবরোধ করে। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহন চলাচল করছে।
বিডি প্রতিদিন/ফারজানা
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর