কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুতের প্রধান লাইনের ওপর গাছের ডাল কাটতে গিয়ে শফিকুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুরে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের মাওয়ামারী মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসীরা জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে শফিকুল ইসলাম ডাল কাটতে গিয়ে গাছের কাছ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে ডাল লেগে বিদ্যুৎপৃষ্ট হন। ওই গাছেই তিনি মারা যান। তার মরদেহ ওই গাছেই ঝুলে থাকে।
পরে এলাকাবাসী তাকে সেখান থেকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ বিষয়ে নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল