নানা কর্মসূচিতে পাবনায় সাতবাড়িয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গণকবর ও বধ্যভূমিতে শ্রদ্ধা জানায় শহীদ পরিবারের সংগঠন স্মরণে ৭১ প্রজন্ম। এ সময় গণহত্যায় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
পরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে সাতবাড়িয়া কলেজ মাঠে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের কর্মীরা।
১৯৭১ সালের ১২ মে পাকিস্তানি হানাদার বাহিনী সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ২০টি গ্রামে গ্রামের নিরীহ মানুষের ওপর বর্বরোচিত হামলা করে। স্থানীয় রাজাকার আলবদর বাহিনীর সহায়তায় ৬ শতাধিক নারী-পুরুষকে নৃশংসভাবে হত্যা করে অধিকাংশ মরদেহ পদ্মা নদীতে ভাসিয়ে দেয়। কিছু মরদেহ স্থানীয়রা উদ্ধার করে গণকবর দেয়।
শহীদ পরিবারের সদস্যরা জানান, স্বাধীনতার ৫০ বছরেও এসব শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি মেলেনি। সাতবাড়িয়ায় শহীদ ও যুদ্ধাহতদের নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানান তারা। এসময় বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্য ওমর ফারুক, স্মরণে ৭১ প্রজন্মের সমন্বয়ক জাহিদ বাবুসহ স্থানীয়রা।
বিডি প্রতিদিন/এমআই