মাদারীপুরের কালকিনিতে আরিফ তালুকদার নামে এক কাতার প্রবাসীর ঘরে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর রাতে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চর আইরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চরআইরকান্দি গ্রামের লাল মিয়া তালুকদারের কাতার প্রবাসী ছেলে আরিফ তালুকদারের স্ত্রী সেতু বেগম তার সন্তানদের নিয়ে রাতে পাশের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে কেউ না থাকায় গভীর রাতে তাদের বসতঘরের পাশে টিনের বেড়ার নিচে সিঁদকেটে ঘরে প্রবেশ করেন একদল চোর। পরে ঘরে থাকা সকল জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ওই চোর চক্র।
প্রবাসীর স্ত্রী সেতু বেগম বলেন, আমি রাতে বাড়িতে না থাকায় আমার ঘরের প্রায় দুই লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে গেছে চোরচক্র।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আসফাক রাসেল বলেন, প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/নাজমুল