দিনাজপুরের ঘোড়াঘাটে আরিফা আক্তার সুরমা (৫) নামে এক শিশু করতোয়া নদীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঘোড়াঘাটে বাড়ীর পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীতে কয়েকজন শিশু একসংঙ্গে গোসল করতে নামলে হঠাৎ শিশু আরিফা আক্তার সুরমা নদীর গর্ভে তলিয়ে গেলে তার মৃত্যু হয়।
শিশু আরিফা আক্তার সুরমা (৫) ঘোড়াঘাট পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামের আরিফুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শিশু আরিফা আক্তার সুরমা ঘোড়াঘাট পৌরসভার হাজিরঘাট হঠাৎপাড়া গ্রামে নানীর বাড়ীতে বেড়াতে এসে এলাকার কয়েকজন শিশু মিলে করতোয়া নদীতে গোসলে নামে। এসময় হঠাৎ আরিফা আক্তার সুরমা নদীর গর্ভে তলিয়ে যায়। এসময় বাকি শিশুরা চিৎকার দেয় এবং দৌড়ে বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা প্রায় ১ ঘন্টা ধরে সুরমাকে নদীতে খোঁজাখুজি করে না পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ও স্থানীয়রা মিলে প্রায় আড়াই ঘন্টা উদ্ধার কার্যক্রম শেষে বিকেল ৪টার দিকে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট ফায়ার সার্ভির স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ফায়ার সাভির্সের একটি দল স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএ