কুড়িগ্রাম সদরের পৌর এলাকার কৃষ্ণপুর হাসপাতাল পাড়ায় তালাবদ্ধ বাসায় গ্রিল কেটে চুরির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। পরে থানায় মামলা হলে বৃহস্পতিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পৌরসভার নাজিরা সরকারপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের দুই ছেলে স্বপন ইসলাম ও সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার ভোররাতে সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে শহরের রৌমারী পাড়া থেকে স্বপন ইসলাম ও সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা, স্বর্ণালংকার, অন্যান্য অলংকার এবং মালামাল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার জানান, বুধবার বিকেল ৩টা থেকে ৫টার দিকে কৃষ্ণপুর হাসপাতাল পাড়ার বাসিন্দা মতিউল ইসলামের বাড়িতে কেউ না থাকার সুযোগে তালাবদ্ধ বাসায় গ্রিল ভেঙে চুরির ঘটনা ঘটে। পরে রাতে বাড়ির লোকজন এ ঘটনায় সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার ভোররাতে তাদের দুজনকে গ্রেফতার করা হয় এবং বৃহ্স্পতিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ