নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে জুঁই আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বালিচান্দা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জুঁই ওই এলাকার কৃষক মাসুদ মিয়ার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আশিনির প্রভাবে চলমান বৈরী আবহাওয়ায় জমি থেকে সংগ্রহ করা বোরো ধান রোদে শুকাতে দেয় শিশুর পরিবারের সদস্যরা। এদিকে, বাড়ির উঠোনের পাশে খেলার সময় পুকুরে নেমে যায় শিশু জুঁই। এ সময় স্থানীয় আরেক শিশু জুঁইকে পানিতে নামতে দেখে পরিবারের সদস্যদের জানালে তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করার একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে দুর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমীন নেলী গণমাধ্যমকে জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক