কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)-এর সদস্যরা অভিযান চালিয়ে ৫ হাজার ৭০০ পিস ইয়াবাসহ হায়াতউল্লাহ (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে।
বুধবার রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের করাচি পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক উখিয়ার কুতুপালং, ক্যাম্প-৬, ডি/৪, ব্লক-ই/১১-এর বাসিন্দা সলিমুল্লাহর ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন মাদক ব্যবসায়ী সাবরাং ইউনিয়নের করাচিপাড়া সাকিনস্থ এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল সেখানে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হায়াতউল্লাহকে আটক করা হয়।
এসময় তার দেহ তল্লাশি করে হাতে থাকা শপিং ব্যাগ থেকে সর্বমোট ৫ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, জব্দকৃত মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবৎ সে মাদক ব্যবসার সাথে জড়িত।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই