বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরশহরের মালশন মাঠে ফরিদুল ইসলাম নামে এক কৃষকের ছিনিয়ে নেওয়া ধান ফিরিয়ে দিলো পুলিশ। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তদের বাড়ি থেকে ধানগুলো উদ্ধার করে ভুক্তভোগী কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
এর আগে, বুধবার দুপুরে ওই কৃষকের স্ত্রী আঙ্গুর বিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে ধানগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামের ফসলি মাঠে পাশের দোগাছী গ্রামের মৃত অরিপ উদ্দীনের ছেলে ফরিদুল ইসলাম ওয়ারিশ সূত্রে তার বাবার কিছু জমি পান। সে জমির ১২ শতক অংশ তার স্ত্রী আঙ্গুর বিবিকে রেজিস্ট্রি করে দেন। সেই জমিতে তিনি এবার ইরি-বোরো ধান চাষ করেন।
কিন্তু একই গ্রামের ৭/৮ জন ব্যক্তি সংঘবদ্ধভাবে এসে জমিতে কেটে রাখা ধান প্রকাশ্যেই জোড় পূর্বকভাবে ছিনিয়ে নিয়ে যায়। এসময় আঙ্গুর ও তার স্বামী বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকি দেয়। ওই দিন দুপুরে কৃষকের স্ত্রী আঙ্গুর বিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মজিদ জানান, অভিযোগ পেয়ে ধানগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই