নোয়াখালীর কবিরহাটে বাটিয়া ইউনিয়েনে ফের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হত দরিদ্রদের জন্য দশ টাকা কেজি মূল্যের দুইশ কেজি চাল কালো বাজারে বিক্রির অভিযোগে ডিলার হাফিজ উল্যা শেখ ও রিক্সাওয়ালা দেলোয়ার হোসেনকে বৃহস্পতিবার দুপুরে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সদর উপজেলা খাদ্য কর্মকর্তা ও কবিরহাটের অতিরিক্ত দায়িত্বে থাকা সালেহ উদ্দিন বাদি হয়ে একই দিন বিকেলে বিশেষ ক্ষমতায়নে থানায় এ মামলা দায়ের করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্যা জানান, ডিলারের কাছ থেকে চাউল নিয়ে কালো বাজারে বিক্রির অভিযোগে দুইশ কেজি (চার বস্তা) চালসহ স্থানীয় জনতা রিক্সাওয়ালা দেলোয়ারকে আটক করে থানায় সোপর্দ করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ডিলারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন শাহিন জানান, ডিলার চালগুলো কালো বাজারে বিক্রি করার জন্য পাঠালে স্থানীয়রা রিক্সাসহ আটক করে। এ ব্যাপরে জানতে চাইলে সদর খাদ্য কর্মকর্তা সালেহ উদ্দিন জানান, প্রাথমিক তথ্যের ভিত্তিতে তাদের দুইজনকে আটক করা হয়েছে এবং তবে জব্দকৃত চালগুলো সরকারী বস্তায় পাওয়া যায়নি। এ বিষয়ে বিশেষ ক্ষমতায়নে দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ