রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. মুজিবুর রহমান (৫১) নামে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড নাম এলাকায় আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মুজিবুর রহমান গোয়ালন্দ উপজেলারস সহকারি দারিদ্র বিমোচন কর্মকর্তা। সে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার তেঘুরী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সোয়া ১০টার দিকে মুজিবুর রহমান বাসস্ট্যান্ড দিয়ে মোটরসাইকেলে চালিয়ে বাজারে যাচ্ছিলেন। এ সময় দৌলতদিয়া ফেরিঘাটগামী পণ্যবাহী ট্রাক পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের পেছনে আঘাত করে। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সরকারি এই কর্মকর্তা। পরে স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ মো. শরীফ তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পলাতক রয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন