পটুয়াখালীতে আলোচিত শিবু লাল দাস অপহরণ ও ২০ কোটি টাকা মুক্তিপণ দাবির মামলায় চার আসামির জামিন নামঞ্জুর করে পুলিশের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলী আদালত এ আদেশ দেন।
এদিন প্রধান আসামি মো. মামুন ওরফে ল্যাড়া মামুন, জসিম, রানা ও আশিককে আদালতে হাজির করে তাদের আইনজীবী জামিনের আবেদন করে। পরে বিচারক মো. আশিকুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে পুলিশের করা সাত দিনের রিমান্ড আবেদনের তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সাইফুল আহসান কচি বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, আদালতের নিয়মবালী সম্পন্ন করে আসামিদের এনে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে শিবু লাল দাস অপহরণ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
শিবু লাল দাস পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা।
গত ১১ এপ্রিল রাতে গলাচিপা শহর থেকে পটুয়াখালী শহরের নিজ বাসায় যাওয়ার সময় শিবু লাল দাস ও তার ব্যক্তিগত গাড়িসহ চালক মিরাজ অপহরণ হন। রাত ১২টা ২ মিনিট ও ১টা ৫৯ মিনিটের সময় ভিকটিমের মোবাইল থেকে তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে অজ্ঞাতনামা ব্যক্তি জানায়, ভিকটিমকে তাদের নিকট আটক করে রেখেছে। ১২ এপ্রিল দুপুর ২টার মধ্যে ২০ কোটি টাকা মুক্তিপণ দিলে ভিকটিমকে তারা জীবিত অবস্থায় তাদের কাছে ফেরত দেবে নতুবা তাদের লাশ পাবেন।
পরে শিবু লাল দাসের গাটিটি ১২ এপ্রিল রাত দেড়টায় বরগুনা জেলার আমতলী থানার রহমানিয়া ফিলিং স্টেশন থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টা পরে রাত অনুমান সাড়ে ১০টার দিকে শহরের কাজীপাড়া এলাকা জীবিত অবস্থায় শিবু লাল দাস ও তার গাড়ির চালক মিরাজকে বস্তা ভর্তি অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান পারভেজ, মো. শামীম আহম্মেদ ও শামীমের ছোট ভাই আক্তারুজ্জামান সুমন, মিজানুর রহমান ওরফে সাবু গাজী, মো. বেল্লাল গাজী ও মামুনের ভাতিজা মো. সাব্বির হোসেনকে আটক করে পুলিশ। ১৭ এপ্রিল জসিম মৃধা ওরফে বিএরটিসি জসিমকে আটক করে পটুয়াখালীর পুলিশ। ১৮ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মামুন মাতব্বর ওরফে ল্যাড়া মামুনসহ তিন সহযোগী গাড়িচালক জসিম মৃধা, আশিকুর রহমান ও পিচ্চি রানাকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/এমআই