ঝিনাইদহের কোটচাঁদপুরে ভবনের দেয়াল কেটে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে পৌর শহরের মেইন বাজারের পলাশ জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এতে নগদ অর্থসহ কয়েক লাখ টাকা মূল্যের স্বর্ণ চুরি হয়েছে বলে দাবি করেন জুয়েলার্স দোকান মালিক পলাশ কর্মকার।
তিনি জানান, প্রতিদিনের মত বুধবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। সকালে পাশের দোকানের ফুসকা হাউজের শাহিন ফোন করে দোকানে চুরির বিষয়ে অবগত করেন। পরে ঘটনাস্থলে এসে দেখেন দোকানের সবকিছু এলোমেলো। চোরেরা প্রথমে ফুসকা হাউজের দোকানের দেয়াল কাটে। পরে আমার স্বর্ণের দোকানের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে।
চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দায়িত্বরত নৈশপ্রহরী বজলুর রহমানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে কোটচাঁদপুর পৌর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আক্তারুজ্জামান লিটন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দোকানের দেয়াল কেটে চুরির ঘটনা পূর্ব পরিকল্পিত। পুলিশের একাধিক টিম তদন্ত কাজ শুরু করেছেন। তবে এ ঘটনায় কোটচাঁদপুর থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা হয়নি।
বিডি প্রতিদিন/এমআই