টাঙ্গাইলের সখীপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তাবৃন্দ।
বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল সড়কে এক শোভাযাত্রা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রুহুল আমিন মুকুল। এ সময় নার্সিং সুপারভাইজার খোদেজা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন ডা. মো শাহীনুর আলম, ডা. শামীমা আহমেদ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন মোঃ ফেরদৌস রহমান মানিক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন