ময়মনসিংহের ফুলপুরে সাবেক স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিপন মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জানা যায়, সাবেক স্ত্রীর ঘর থেকে তাকে আটক করে স্থানীয়রা। পরে ৯৯৯-এ ফোন দিলে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যায়।
রিপন বওলা বাজারের চা স্টলের মালিক। সে বাজার সংলগ্ন মৃত হরমুজ আলীর মেয়ে শরীফা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে প্রায় দুই মাস সংসার করে। পরে প্রথম স্ত্রীর চাপের মুখে শরীফাকে ডিভোর্স দেয় রিপন।
ঘটনার রাতে ধর্ষণের চেষ্টা করলে শরীফার ডাকচিৎকারে আশপাশের লোকজন তাকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শরীফা বাদী হয়ে মামলা দায়ের করলে সেই মামলায় আটক দেখিয়ে রিপনকে বৃহস্পতিবার ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম