চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বারাঘরিয়া ইউপি চত্ত্বরে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, ডা. গোলাম রাব্বানী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম