নাটোরের লালপুরে ইজিবাইক চালক খোরশেদ আলম মিলন (৩২) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
তিনি বলেন, শুধুমাত্র অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই শনিবার মিলনকে নৃশংসভাবে হত্যা করে সজিব হোসেন (১৯), রবিউল ইসলাম (২৩), মেহেদী হাসান (২২) ও সাগর আলী (৪০) নামে চার ছিনতাইকারী। রবিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কদিমচিলান রাস্তার পাশে আখ ক্ষেতের ভেতর থেকে মিলনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সোমবার লালপুর থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন মিলনের বাবা ফখরুল ইসলাম।
এই মামলার সূত্র ধরে পুলিশ প্রথমে সজীবকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপরে তার দেওয়া তথ্যমতে অপর তিনজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই