কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে র্যাব-১৫ এর সদস্যরা বিদেশি পিস্তলসহ মো. আকতার হোসেন প্রকাশ কালু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
সোমবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী স্কুলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী স্কুলপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রঙ্গীখালী স্কুলপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাব সদস্যরা সন্দেহজনক বাড়িটি ঘিরে ফেললে একজন ব্যক্তি অভিযানের বিষয়টি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে, তার শয়ন কক্ষের একটি বক্সের ভেতরে রাখা অবস্থায় ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে টেকনাফ মডেল থানায় তিনটি মামলা রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বিদেশি পিস্তলসহ কালু মিয়াকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই