দিনাজপুরের বিরামপুরে নাশকতার অভিযোগে করা মামলায় শিবিরের দিনাজপুর দক্ষিণ জেলা সভাপতি মিনারুল ইসলাম ও জামায়াতের দুই নেতা আবুল বাশার এবং হাফিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে ওই তিন নেতাকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- বাংলাদেশ ছাত্রশিবিরের দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি মিনারুল ইসলাম, জামায়াতে ইসলামী বাংলাদেশ বিরামপুর উপজেলা থানা শাখার সাধারণ সম্পাদক আবুল বাশার এবং দিনাজপুর দক্ষিণ জেলা শাখার কার্যকরী সদস্য হাফিজুল ইসলাম।
মামলার এজাহারের বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা বিরামপুর থানার এসআই এরশাদুল ইসলাম জানান, সোমবার বিরামপুর ইসলামী ব্যাংকের সামনে নাশকতার উদ্দেশ্যে হাতে গাছের ডাল, ফেস্টুন ও ইটপাটকেল নিয়ে কিছুসংখ্যক জামায়াত-শিবিরের নেতা-কর্মী জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই তারা পালিয়ে যায়। এ ঘটনায় ১২ জনকে আসামি করে একটি মামলা করা হয়। একইদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিন নেতাকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৬টি গাছের ডাল, ৫টি বাঁশের লাঠি, কিছু ইটের টুকরা এবং ব্যানার-ফেস্টুন উদ্ধার করেছে।
এ ব্যাপারে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, জামায়াত ও শিবিরের কিছু নেতা-কর্মী একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিনিধি/আবু জাফর