প্রত্যেক ম্যাচের দিন একটা কাজ নিয়মিত করে থাকেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাঠে ঢুকে ওয়ার্ম আপ করার আগে দ্রুত চলে যান পিচের কাছে। সঙ্গে একজন গ্রাউন্সম্যানও নেন। ফিতা দিয়ে মেপে মেপে রান-আপের দূরত্ব নির্ধারণ করে রাখেন। এ কাজ নিজেই করেন ম্যাশ। বোলিং করার সময় তিনি যেখান থেকে দৌঁড় শুরু করবেন লম্বা দাড়ি দিয়ে একপাশে বড় করে 'এম' লিখে রাখেন।
সময় বাঁচানোর জন্যই অবশ্য কাজটি করেন নড়াইল এক্সপ্রেস। ম্যাচের মধ্যে রান-আপ ঠিক করতে গিয়ে যাতে অযথা সময় নষ্ট না হয়। তাই আগেই কাজটি করে রাখেন ম্যাশ। তাহলে স্লো-ওভাররেটে পড়ার আশঙ্কাও কম থাকে। বিশ্বকাপে তিন ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মাশরাফি। এজন্য পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। মাশরাফির পরিবর্তে ওই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান।
ইনজুরি মাশরাফির নিত্য সঙ্গী! চোটের কারণে তাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। অনেক ম্যাচ মিস করেছেন। মাশরাফির দুই হাঁটুতে যতবার অপারেশন করা তা বিশ্বের অন্য কোনো পেসারের করতে হয়েছি কি না! তবে এবার ইনজুরি নিয়ে অনেক বেশি সতর্ক টাইগার দলপতি। সে কারণেও রান-আপ নিয়ে অনেক বেশি সিরিয়াস তিনি। কেননা পেস বোলাররা রান-আপের সমস্যার কারণেও অনেক ইনজুরিতে পড়েন।
গতকাল ঠিক চারটার সময় মাঠে প্রবেশ করে বাংলাদেশ দল। অন্য ক্রিকেটাররা যখন ড্রেসিং রুমে, ম্যাশ তখন রান-আপের দূরত্ব ঠিক করতে ব্যস্ত। তারপর অন্য ক্রিকেটারদের সঙ্গে ওয়ার্ম-আপে যোগ দেন। গতকালকের টি-২০ ম্যাচটি হয়েছে শেরেবাংলা স্টেডিয়ামের ৫নং পিচে। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হয়েছিল এই পিচেই। প্রথম ম্যাচে বাংলাদেশ ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ স্কোর করেছিল। তারপর জয় এসেছিল ৭৯ রানে। দ্বিতীয় ওয়ানডেতে পরে ব্যাট করেছিল টাইগাররা জিতেছিল ৭ উইকেটের বড় ব্যবধানে।