বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের শ্যামবাগাত এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম দিপক কুমার ঘোষ (৫৫)। তিনি বিজিবির সাবেক সদস্য ও ফকিরহাট উপজেলার ভাঙ্গনপাড় গ্রামের বিজয় লাল ঘোষের ছেলে।
এদিকে এই সংঘর্ষের ঘটনায় মিলন কুমার ঘোষ নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন। জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যার দিকে মোংলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পেছন দিকে থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে চালকসহ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিপক কুমার ঘোষকে মৃত ঘোষণা করেন।
কাটাখালী হাইওয়ে থানার (ওসি) মো. আলী জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে মোটরসাইকেলকে চাপা দেয়া যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর