জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (সদর উপজেলা পর্যায়ে) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
জেলা স্টেডিয়াম মাঠে বুধবার সকালে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে দু’পক্ষের কেউ কোনও গোল করতে পারেনি। টাইব্রেকারে শাকচর একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে হাজিরপাড়া একাদশ।
পরে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ,পুলিশ সুপার ড. এ. এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় প্রমুখ। টুর্নামেন্টে মোট ২১টি দল অংশ নেয়।
বিডি প্রতিদিন/কালাম