চায়না রেড ক্রস এর আর্থিক সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট কর্তৃক রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে স্থানীয় কে এস সরাকরি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কোভিডে ক্ষতিগ্রস্থ ১১২৭ জন যৌনকর্মীর মাঝে ৪০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি মসুর ডাল, ৪ কেজি চিনি ও ৪ কেজি করে লবন বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ীর সহ সভাপতি মহসীন উদ্দীন বতু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান ও রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটি অফিসার কাজী আসাদুজ্জামান।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ীর ইউনিটির সেক্রেটারি বলেন, চীন দেশের রেড ক্রিসেন্ট এর সাহায্যে আমরা যৌনপল্লীতে বসবাসরত ১১২৭ জন যৌনকর্মীকে মাথাপিছু ৬২ কেজি করে খাবার বিতরণ করছি। আগামীতে যৌনকর্মীদের বিকল্প কর্মসংস্থানের চেষ্টা করবে রেডক্রস।
বিডি প্রতিদিন/হিমেল