মাগুরায় ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার চাউলিয়া, বগিয়া, জগদল ও কছুন্দী এই ৪ টি ইউনিয়নের সম্মেলন চাউলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম মোল্যা, ইউপি চেয়ারম্যান মীর রওনোক হোসেন জন্নু, চেয়ারম্যান হাফিজার রহমানসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
সম্মেলন উপলক্ষ্যে রেড ক্রিসেন্টের সহযোগিতায় রক্ত দান কর্মসূচির আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা