মাদক সেবনের দায়ে দিনাজপুরের ঘোড়াঘাটে সামসুল ইসলাম ও আব্দুর রহিম নামের দুজনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফিউল আলম।
দন্ডপ্রাপ্তরা হলেন সামসুল ইসলাম (২৫) ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর গ্রামের মুন্নু মিয়ার ছেলে ও আব্দুর রহিম (৫৫) একই উপজেলার বলগাড়ী গ্রামের মৃত বানু মিয়ার ছেলে।
এদের মধ্যে সামসুল ইসলামের ১ বছর ও আব্দুর রহিমের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক ছায়েদুর রহমান জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ নিজ বাড়ীতে সকাল ৭-৮টার মধ্যে পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তাদেরকে আটক করে থানায় নেয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক এ দন্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএ