চাঁদপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২০২২ সালের হজ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এ বছর সারাদেশ থেকে নিবন্ধিত হজ যাত্রীর সংখ্যা ৫৭ হাজার ৮৫৬ জন। আর চাঁদপুর জেলা থেকে ৩১১ জন হজ পালন করবেন। এ প্রশিক্ষণে ৮১ জন হজ যাত্রী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর