সিলেটের বিশ্বনাথে ৩০০ প্রতিবন্ধীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে সচিব নারায়ণ দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুনু মিয়া। বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমে আমতৈল গ্রামে থাকা অসংখ্য প্রতিবন্ধীর খবর জানতে পেরে প্রধানমন্ত্রী তাদের জীবন-মানের উন্নয়নের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করেছেন।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অন্ধ হয়ে গেছে। তাই তারা জনগণের আস্থা অর্জনের চেয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার অপচেষ্টা করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন একলিমিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফখর উদ্দিন, ইউপি সদস্য জামাল আহমদ, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব শাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুহেল রানা, রামপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আবুল কাশেম, প্যানেল চেয়ারম্যান-২ আবুল খায়ের, প্যানেল চেয়ারম্যান-৩ মিনা বেগম, সদস্য ইছহাক আলী, আজাদ মিয়া, ১নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য আছারুন নেছা, পৌর আওয়ামী লীগের সদস্য দবির মিয়া, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিজ আলী প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল