রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শ্রীরামপুর গ্রামের নিজ বাড়ি থেকে মুন্নি (১১) নামে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
জানা গেছে, মুন্নি উপজেলার জামালপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের জাফর মল্লিকের মেয়ে এবং বেতাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুপুর ১ টার পর মুন্নিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার পূর্বে তার মৃত্যু হয়। আমরা বেশ কয়েকটি পরীক্ষা করেছি। কি কারণে মারা গিয়েছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুন্নি আত্মহত্যা করেছে। সে মানসিক ভারসাম্যহীন ছিল। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।
বিডি-প্রতিদিন/শফিক