ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় মিথুন হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিথুন হরিনাকুণ্ডু উপজেলার ফলসী গ্রামের আমিরুল ইসলামের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, ইঞ্জিন চালিত হ্যারো গাড়িতে (লরি) করে ভাটার ইট বোঝাই করে বলরামের গ্রামে যাচ্ছিলেন। সেসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলকে সাইড দিতে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায় এবং নিজের হ্যারো (লরি) গাড়ির নিচে চাপা পড়ে চালক মিথুন ঘটনাস্থলে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন