২৭ মে, ২০২২ ১২:৪২

দিনাজপুরে ‘বিবেকানন্দ যুব সম্মেলন’ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ‘বিবেকানন্দ যুব সম্মেলন’ অনুষ্ঠিত

দিনাজপুরে নানা আয়োজনে ‘বিবেকানন্দ যুব সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুর আয়োজিত ‘বিবেকানন্দ যুব সম্মেলন’ এর প্রথম অধিবেশন উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মনোরঞ্জনশীল গোপাল এমপি। 

দলীয় পতাকা উত্তোলন করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুরের সভাপতি ড. মাসুদুল হক। 

মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, অসাম্প্রদায়িক মানবতাবাদী রাষ্ট্র ব্যবস্থার অন্যতম স্বপ্নদ্রষ্টা স্বামী বিবেকানন্দ। রক্ষণশীল ধর্মীয় চিন্তা-চেতনাকে ভেঙে দিয়ে ধর্মকে মানুষের কল্যাণে কাজ করেছেন স্বামী বিবেকানন্দ। তাঁর কারণেই ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী অনুপ্রাণিত হয়েছিল।

তিনি বলেন, মহামানব বিবেকানন্দ সম্পর্কে বলতে গিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেছিলেন, তুমি ভারতকে চিনতে চাও তবে বিবেকানন্দকে জানো।

ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী শান্তিকরানন্দ মহরাজ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুুর রাজ দেবোত্তর এস্টেট এর এজেন্ট রণজিৎ কুমার সিংহ, বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুড কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসক ডি সি রায়, চিরিরবন্দর উপজেলা পরিষদের সহ-সভাপতি জোতিষ চন্দ্র রায়। স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দিনাজপুর এর সহ-সভাপতি মানস কুমার ভট্টাচার্য্য।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর