নাটোরের বাগাতিপাড়ায় আম পাড়তে এসে বিদ্যুৎপৃষ্টে মাজেদুর রহমান মাজেদ (৫২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার জিগরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মাজেদ পাকাঁ ইউনিয়নের আস্তিপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জিগরী গ্রামের মোশাররফ হোসেনের গাছে আম পারতে আসেন মাজেদ। গাছ থেকে আম পাড়া যাচ্ছিল না দেখে পাশের রেজাউল করিমের ওয়ার্কসপের দোকানের চালার উপরে উঠে আম পাড়ার একপর্যায়ে তিনি মাটিতে পড়ে জ্ঞান হারান। টিনের চালার সাথে বৈদ্যুতিক তারের সংযোগ থাকায় এমন ঘটনা ঘটেছে বলে জানান স্থানীরা। পরে বাজারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ