কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরের সামনে পুলিশ অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ মো. শফিক (২৩) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ স্থল বন্দরের সামনে পাকা রাস্তার উপর থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা হলেন উখিয়া বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্প নম্বর-১২ এর ব্লক জি/২ এর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সজিবের নেতৃত্বে একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় টেকনাফ স্থল বন্দরের সামনে পাকা রাস্তার উপর থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. শফিককে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ