২৮ মে, ২০২২ ১৪:৩৩

রোহিঙ্গা ক্যাম্পে শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্পে শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ২

রোহিঙ্গা ক্যাম্পে শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তিরা

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্প থেকে এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুইজন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)-এর সদস্যরা। শুক্রবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-ইমাম হোসেনের ছেলে মো. ইউনুস (৩০)। তিনি ক্যাম্প-২৩-এর ব্লক-এ/৩ বাসিন্দা। অপরজন শামসু আলমের ছেলে নুর বশর (১৪)। তিনি ব্লক-ডি/৩-এর বাসিন্দা।

১৬ আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)-এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে জানা যায়, এক রোহিঙ্গা শিশুকে প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরে ভিকটিম ঘরে ফিরে এসে ঘটনাটি তার মাকে জানালে এপিবিএন ক্যাম্পে অভিযোগ দেন তারা। অভিযোগের পরিপ্রেক্ষিতে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযুক্ত ব্যক্তিদের তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর