ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সংগঠনের কর্মীদের ওপর বহিরাগত ছাত্রদল নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জয়পুরহাট জেলা ছাত্রলীগ। রবিবার দুপুরে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রেজা, উপদপ্তর সম্পাদক জুলফিকার আলী রনি, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তমাল ক্রান্তি,রাকিবুল হাসান রকি, উপ-প্রচার সম্পাদক জাহিদ হাসান পল্লব, পৌর ছাত্রলীগের সহসভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাগর, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ইমন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ