বগুড়া শহরের আকাশতারায় ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এতে জমজ শিশুর মধ্যে এক শিশু মোছা. মারদিয়া ঘটনাস্থলে মারা গেছে। মারদিয়া ঢাকার মোহাম্মদপুর এলাকার মিন্টুর মেয়ে। অপর শিশুটি সুস্থ রয়েছে।
জানা যায়, ঢাকার মোহাম্মদপুর এলাকার মিন্টু মাইক্রোবাস যোগে তার জমজ শিশুকে নিয়ে বগুড়ার আকাশতারায় শ্বশুড় বাড়িতে যাচ্ছিলেন। বুববার বেলা সাড়ে ১১টার সময় বগুড়া শহরের চেলোপাড়ার কাছে আকাশতারা রেল-লাইনের পাশে তাদের মাইক্রোবাসটি দাঁড় করায়। এর কিছু পরে একটি ট্রেন লালমনিরহাট থেকে ছেড়ে বগুড়ার সান্তাহার যাচ্ছিল। পথে আকাশতারা এলাকায় রেল লাইনের পাশে দাঁড় করানো মাইক্রো বাসটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রো বাসটি উল্টে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায় এবং মারদিয়া মারা যায়।
বগুড়া রেলওয়ের পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, মাইক্রো বাসটির চালকসহ সাতজন আরোহী ছিল। এর মধ্যে জমজ শিশুর একটি মারা গেলে তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নেওয়া হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।মাইক্রো বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম