মুজিববর্ষ উপলক্ষে নাটোরের সিংড়ায় ২০৩ জন প্রান্তিক কৃষকের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা হলরুমে অনাবাদী পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে সবজি বীজ, ফলের চারা, সারসহ বাগানের উপকরণ বিতরণ কাজের উদ্বোধন (ভার্চুয়ালি) করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজী প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল