সিরাজগঞ্জের শাহজাদপুরের মালতিডাংগা গ্রামে বন্দি হওয়া ৮টি ছানা ও ১টি মা বালিহাঁস উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে মামুন বিশ্বাস এ উদ্ধার অভিযান পরিচালনা করেন।
জানা যায়, উঁচু গাছের ডাল থেকে বাসা ভেঙে ১টি বালিহাসসহ ও ৮টি বাচ্ছা নিচে পড়ে গেলে গ্রামের ফিরোজ নামের এক ব্যক্তি তা দেখতে পেয়ে পাখিগুলো বাসায় নিয়ে খাঁচায় রেখে দেয়। পরে উদ্ধার অভিযান পরিচালনা করে বালি হাঁসগুলো নিরাপদ পুকুরে অবমুক্ত করা হয়েছে।
দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, পাখিদের কোলাহল, কলরব, ডানা মেলে অবাধ বিচরণ আর ঝাঁকে ঝাঁকে দেশি ও অতিথি পাখিদের আগমন সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। আর এই দেশি ও অতিথি পাখি রক্ষায় একান্তভাবে কাজ করে যাচ্ছে আমার সংগঠন।
বিডি প্রতিদিন/এএম