ফরিদপুরের বোয়ালমারীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২০২১-২০২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রীতম কুমার হোড় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ এ কে এম হাসিবুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মোসাঃ রেখা পারভিন।
সেমিনারে উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী কৃষি অফিসারসহ ৫০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা কৃষিতে আবহাওয়ার গুরুত্ব, আবহাওয়ার পূর্বাভাস এবং বামিস পোর্টালের বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
বিডি প্রতিদিন/এএম