লবনাক্ত নিচু এলাকা বালি ভরাট করে বিভিন্ন প্রকার বনজ, ফলজ এবং ঔষধি গাছের নান্দনিক বাগান গড়ে তুলে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে। রবিবার বিশ্ব পরিবেশ দিবসের জাতীয় অনুষ্ঠানে রামপাল উপজেলা পরিষদকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ঘোষণা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. করিব হোসেনের হাতে শুভেচ্ছা স্মারক ও পুরষ্কার তুলে দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ও উপমন্ত্রী হাবিবুন নাহার।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. করিব হোসন জানান, সমুদ্র উপকূলীয় উপজেলা বাগেরহাটের রামপাল। বিগত ২০১৭ সালে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পাল উপজেলা পরিষদের লবনাক্ত নিচু এলাকা বালি ভরাট করে বিভিন্ন প্রকার বনজ, ফলজ এবং ঔষধি গাছ রোপন করেন। তিনি বদলী হয়ে গেলেও নিবিড় পরিচর্যায় রামপাল উপজেলা পরিষদ চত্ত্বর সবুজে আচ্ছাদিত হয়ে ওঠে। পরিবেশ রক্ষায় সমগ্র বাংলাদেশের মধ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। সে কারণে জাতীয় ভাবে রামপাল উপজেলা পরিষদকে পুরষ্কৃত করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল