কুড়িগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকাদের বিভাগের চুড়ান্ত খেলা অনুুষ্ঠিত হয়েছে। এতে ভূরুঙ্গামারী একাদশ এবং বালকদের বিভাগে কুড়িগ্রাম পৌরসভা চ্যাম্পিয়ন হয়।
শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে দুটি গ্রুপের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় বালিকা বিভাগে কুড়িগ্রাম পৌরসভাকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ভূরুঙ্গামারী উপজেলা একাদশ। কুড়িগ্রাম পৌরসভা একাদশ রানারস আপ হয়। টুর্নামেন্টে ভূরুঙ্গামারী দলের লাইজু খাতুন সেরা খেলোয়াড় এবং শিল্পী খাতুন ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পায়।
অপরদিকে বালকদের বিভাগে চিলমারী একাদশকে ৫-০ গোলের বিরাট ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কুড়িগ্রাম পৌরসভা একাদশ। চিলমারী একাদশকে রানার আপ হয়ে মাঠ ছাড়তে হয়। টুর্নামেন্টে বালক বিভাগে কুড়িগ্রাম পৌরসভার খেলোয়াড় কামরুল সেরা খেলোয়াড় এবং আরমান ১২টি গোল দিয়ে সর্ব্বোচ্চ গোলদাতা হিসেবে পুরস্কৃর লাভ করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভুঞা। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, সদর ইউএনও মো. রাসেদুল হাসান,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম