সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধ কবিরের বাড়িতে স্বজনদের আহাজারি। কবিরের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নে। সে চর যমুনা গ্রামে ৫নং ওয়ার্ডের মোঃ সাদেক সর্দারের ছেলে। অগ্নিদগ্ধ কবিরের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। কবির বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪নং ওয়ার্ডের ৩১নং সিটে চিকিৎসাধীন রয়েছেন।
চাকুরির সুবাদে শ্রমিক কবির পরিবার নিয়ে সীতাকুণ্ড এলাকায় ঘর ভাড়া নিয়ে বসবাস করছে। কবিরের আত্মীয় স্বজনরা চর যমুনা এলাকার বাসিন্দা। আজ ভোরে কবিরের পরিবারের সদস্যরা চরফ্যাশন থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যার পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পৌঁছেছেন।
দগ্ধ কবিরের ভাই মো. নবী জানান, তার ভাই ৭ বছর যাবৎ সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে শ্রমিক হিসেবে কাজ করছে। পরিবারের একমাত্র কর্মক্ষম ভাই আজ মৃত্যুর মুখোমুখি। ভাইয়ের চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছেন।
বিডি প্রতিদিন/হিমেল