বরিশাল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা সোমবার। সোমবার সকাল ১০টায় জেলার আগৈলঝাড়া উপজেলার শেরালে জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির নিজ বাড়িতে এ সভার আয়োজন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১ নম্বর সদস্য এবং পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসানাত আবদুল্লাহ।
সভায় জেলা আওয়ামী লীগ কার্য নির্বাহী কমিটির সকল সদস্য, সকল উপজেলার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় সকল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌর মেয়র, জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক কিংবা আহবায়ক ও যুগ্ম আহবায়কদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।
রবিবার বিকেলে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাইয়ুম খান কায়সার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম