জয়পুরহাটে পরিবেশ দিবসে কেন্দ্রীয় মহাশ্মশানে বৃক্ষরোপণ করেছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী। রবিবার দুপুরে কেন্দ্রীয় মহাশ্মশান চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি।
এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, হিন্দু-বৌদ্ধ-থ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা হিন্দু-বৌদ্ধ-খিৃষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক রতন কুমার খাঁ, কেন্দ্রীয় মহাশ্মশানের সভাপতি সুমন কুমার সাহা, সাধারণ সম্পাদক অশোক কুমার ঠাকুর, যুগ্ম সাধারণ সম্পাদক বাপন কুমার মজুমদার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল