কুমিল্লার লাকসামে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চা দোকানে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসের এক যাত্রী ও দোকানের এক কর্মচারি প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (৭ জুন) বেলা ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কের উপজেলার পোলাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উল্লাহ চৌধুরী জানান, নেয়াখালি থেকে বিদ্যালয়ের কাজে কুমিল্লা বোর্ডে যাচ্ছিলেন কয়েকজন শিক্ষক। তাদের বহনকারী হাইস মাইক্রোবাসটি (ঢাকা-মেট্টো-চ-১৩-১৯১২) পোলাইয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চা দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে শিক্ষক জামাল উদ্দিন (৫২) নিহত হন। তিনি নোয়াখালির বেগমগঞ্জ উপজেলার বড়হোসেনপুর এলাকার হারিস মিয়ার ছেলে।
অন্যদিকে, হাসপাতালে নেয়ার পথে দোকানের কর্মচারি জাকির হোসেন (৫০) প্রাণ হারায়। তিনি পোলাইয়া গ্রামের চান মিয়ার ছেলে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরো ৩ যাত্রী আহত হয়। হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন