গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে মঙ্গলবার ভাইয়ের লাঠির আঘাতে নিজ বোন নাদিরা বেগমের (৫৫) মৃত্যু হয়েছে। নাদিরা ওই গ্রামের মো. নাদের মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, পাশাপাশি দুই ঘরে ভাই লেবু মিয়া ও বোন নাদিরা বেগম বসবাস করেন। বৃষ্টির সময় বোনের ঘরের চাল বেয়ে পানি ভাইয়ের ঘরের চালে চলে যাওয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে লেবু ও তার পরিবারের সদস্যরা নাদিরা বেগমকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে নাদিরা জ্ঞান হারান। পরে তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাঘাটা থানার ওসি মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর লেবু মিয়া পালিয়ে গেলেও তার স্ত্রী সোনই বেগম ও পুত্রবধূ আঁখি বেগমকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ