দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের চিরিরবন্দর পল্লী বিদ্যুতের সাব স্টেশন এলাকাসহ আশপাশের কয়েক জায়গায় কয়েক দিনের বৃষ্টির পানিতে রাস্তা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
বড় গাড়িসহ অন্যান্য যানবাহনকে সাইড দিতে গিয়ে গর্তে পড়ে যাচ্ছে অটোরিকশা, রিকশাভ্যান, কার, মাইক্রো, বাইসাইকেলসহ বিভিন্ন যানবাহন। রাতের বেলা এসব দুর্ঘটনা বেশি ঘটছে। এ পর্যন্ত অন্তত ২০টির মতো ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়।
অটোরিকশা চালক মাহাতাবউদ্দিন জানান, সন্ধ্যার পরপরই চিরিরবন্দর উপজেলার বেলতলীবাজার হতে পশ্চিমে ঘুঘুরাতলী বাজার যাওয়ার পথে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে দেখতে না পেয়ে গর্তে পড়ে যাই। এতে রিকশার ৩ জন যাত্রী গুরুতর আহত হয়। রাস্তায় হালকা বাঁক থাকায় গর্তটি দেখা যায়নি।
রিকশা ভ্যান চালক আব্দুর নূর জানান, রাস্তাটিতে কয়েক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় রিকশাভ্যান চালানো কঠিন হয়ে পড়েছে। রাতে বড় গাড়িসহ যানবাহনের হেড লাইটের আলোয় রাস্তা ভালোভাবে দেখা যায় না। এতে সব সময় আতঙ্কে চলাচল করতে হয়।
চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম জানান, এ ব্যাপারে প্রশাসনকে জানানো হয়েছে। সড়ক ও জনপথ বিভাগকেও জানানো হয়েছে। তারপরও দীর্ঘদিন গর্তগুলো ভরাট ও সংস্কার না করায় এসব দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই