কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে পৌরসভার বাস স্টেশন ঝর্ণা চত্বর এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের হেফাজত থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- মিয়ানমারের আকিয়াব জেলার পকটু কিন্নিপাড়াং এলাকার ওমর মিয়ার ছেলে মো. সৈয়দ করিম (৫০), আলিখালী ২৫ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত সালেহের ছেলে মো. জোহার (২৮), একই ক্যাম্পের আব্দুল গফুরের ছেলে মো. রফিক(৩০)।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম